Mitthye Swopno:স্বপ্ন মিথ্যে হলেও কী ভালোবাসা কী কখনও মিথ্যে হতে পারে? তার উত্তর মিলবে Itsmajjamusicbangla র নতুন গান ‘ মিথ্যে স্বপ্ন’ তে। সৌরিন দত্ত এবং মিডিয়া ওয়ান সলিউশনসের প্রযোজনায় নতুন এই গানটি গেয়েছেন অনুপম রায়। অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনা রায়। পাশাপাশি এই গানে সুর দিয়েছেন বুদ্ধা এম এবং রাজীব-মনা। গানটি লিখেছেন অসীমা দত্ত।
তাহলে আর দেরী করে লাভ কি?নীচের লিঙ্কে ক্লিক করে এখনই শুনে নিন এই নতুন গান ‘মিথ্যে স্বপ্ন’। পাশপাশি নানা ধরণের গান শুনতে আজই সাবস্ক্রাইব করুন Itsmajjamusicbangla। এছাড়াও বিনোদনের নানা ধরণের তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করুন Itsmajjabangla।
আরও পড়ুন –WEEKLY HOROSCOPE: সাপ্তাহিক রাশিফল