Itsmajjamusicbangla: Digital entertainment channel Itsmajjabangla এবার নিয়ে এলো নতুন চ্যানেল ‘Itsmajjamusicbangla’ । কিছুদিন আগেই তার গ্র্যান্ড লঞ্চ হয়ে গেলো খোদ কলকাতার বুকে। রেড কার্পেটে উপস্থিত ছিলেন টলিউডের খ্যাতিনামা তারকারা। উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, অনুপম রায় সহ বহু তারকারা। গ্র্যান্ড লঞ্চের পাশাপাশি ২০ টি নতুন গানের ঘোষণা করা হলো। মুক্তি পেলো ‘জানি দেখা হবে আবার’ গানটিও।
তারকার হাট বলতে যা বোঝায়, ঠিক তাই হয়েছিল এই গ্র্যান্ড লঞ্চে। কথায়, গানে আড্ডায় রীতিমত জমজমাট হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য,অনুপম রায় , রাহুল দেব বোস, অঙ্গনা রায় , ঋষভ রায় , রোহান ভট্টাচার্য সহ অনেকেই। গ্র্যান্ড লঞ্চ এবং মিউজিক লঞ্চের পাশাপাশি লঞ্চ হলো নতুন চ্যানেল Itsmajja originals।
আরও পড়ুন – Kakababu is back on big screen : বড়পর্দায় আবার ফিরছেন কাকাবাবু!
আরও অনেক চমক রয়েছে আপনাদের জন্য। তার জন্য আপনাদের চোখ রাখতে হবে Itsmajjamusic bangla, Itsmajjabangla, Itsmajjaoriginals।