Mitthye Swopno:স্বপ্ন কি সত্যিই মিথ্যে? আর সেই স্বপ্ন যদি হয় ভালবাসার মানুষকে ঘিরে?হাজার মানুষের ভিড়েও তার উপস্থিতি যেন মনে এক আলাদা আনন্দ দেয়। এটাই হয়ত ভালবাসা। একাকীত্বের মধ্যেও তার উপস্থিতি যেন মন ভালো করে দেয়। মনের ভিতরের কথা যেন সবই শুনতে পায় সে। মাথায় বিলি কেটে যেন শরীরের সব ক্লান্তি সরিয়ে দেয়। শত বইয়ের মাঝখানে ঠিক বইটাই খুঁজেবার করে দেয়। স্বপ্ন মিথ্যে হলেও কী ভালবাসা কখনও মিথ্যে হতে পারে?
ঠিক এই প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে ইটসমাজ্জা মিউজিক বাংলার পরের গান ‘মিথ্যে স্বপ্ন’ তে। শ্রী সৌরিন দত্ত ও মিডিয়া ওয়ান সলিউশনসের প্রযোজনায়, রোহন কুমার পলের পরিচালনায় গানটি গেয়েছেন প্রখ্যাত গায়ক অনুপম রায়। গানটিতে অভিনয় করেছেন অঙ্গনা রায়। সুর দিয়েছেন রাজীব -মনা এবং বুদ্ধা এম। পাশাপাশি এই গানটি লিখেছেন অসীমা দত্ত। গানটির ক্রিয়েটিভ হেড হিসেবে যুক্ত রয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। গানটির প্রজেক্ট হেড অনন্ত শ্রীবাস্তব।

‘মিথ্যে স্বপ্ন’ র পোস্টার।
আরও পড়ুন – WEEKLY HOROSCOPE: সাপ্তাহিক রাশিফল
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই গানের পোস্টার এবং টিজার। নীচের লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিন সেই টিজার। আর এই গানটি মুক্তি পাবে আগামী ২৮ মার্চ। তাই আর দেরী না করে এখনই সাবস্ক্রাইব করুন ইটসমাজ্জা মিউজিক বাংলা। সেখানেই শুনে নিতে পারবেন এই নতুন গান ‘মিথ্যে স্বপ্ন’। পাশাপাশি বিনোদনের নানা ধরণের তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করুন ইটসমাজ্জা বাংলা।