ভালবাসার মরশুমের বিশেষ দিন আজ। Valentine’s Day । সবার কাছে প্রেমের দিবস, ভালো বাসার দিন। আর ঠিক এই দিনেই মুক্তি পেলো Itsmajjamusicbangla র নতুন গান ‘জানি দেখা হবে আবার’ এর টিজার । গানটি গেয়েছেন আঁচল ঠাকুর এবংবুদ্ধা এম। সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন বুদ্ধা এম। মুখ্য চরিত্রে রয়েছেন রণজয় বিষ্ণু এবং সৌমাপ্তি। প্রযোজনা করেছেন media one solutions য়ের কর্ণধার শ্রী সৌরিন্দ্র নাথ দত্ত। পরিচালনা করেছেন সায়ন রায়।
মূল গানটি শোনা যাবে আগামী ২২ শে ফেব্রুয়ারি। শুধু তাই নয়, আরও অনেক কিছু আসছে, তা আপাতত চমক হিসেবে থাকুক। তাহলে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই শুনতে পাবেন নতুন প্রেমের গান ‘ জানি দেখা হবে আবার’।
আরও পড়ুন – Ed Sheeran – Arijit singh at Jiagunj:চালক অরিজিৎ,আরোহী এড শিরান, ঘুরে দেখলেন জিয়াগঞ্জ
এরকমই আরও নানা ধরণের গান শুনতে আজই সাবস্ক্রাইব করুন Itsmajjamusicbangla । এছাড়াও ফলো করুন ইন্সটাগ্রামে। আরও সুন্দর করে তুলুন আজকের এই বিশেষ দিন।