Jani Dekha Hobe Abar: Itsmajja music bangla র নাম ইতিমধ্যেই আপনাদের সকলের জানা। সেই চ্যানেলে প্রকাশিত প্রথম গান ‘জানি দেখা হবে আবার’ পেলো ১ মিলিয়ন ভিউ। এই গানটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণজয় এবং শ্যামৌপ্তি। গানটি গেয়েছেন আঁচল ঠাকুর এবং বুদ্ধা এম। প্রযোজনায় মিডিয়া ওয়ান সলিউসনস এবং শ্রী সৌরিন্দ্রনাথ দত্ত।
এই নতুন গানকে এত ভালোবাসার জন্য আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ। তবে এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। তার কিছু ঝলক দেওয়া থাকল আপনাদের জন্য।
এরকমই আরও বিভিন্ন ধরণের গান শুনতে আজই সাবস্ক্রাইব করুন Itsmajjamusicbangla। পাশাপাশি, বিনোদন জগতের নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন Itsmajjabangla। পাশাপাশি ফলো করুন ফেসবুক এবং ইন্সটাগ্রামে।