আবারও বড় পর্দায় আসতে চলেছেন টলি সুপারস্টার জিৎ। পরিচালক রায়হান রাফির সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। এর আগে ‘সুড়ঙ্গ’,‘তুফান’ এর মত ছবিতে পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। সূত্রের খবর, শীঘ্রই শুরু হতে পারে এই ছবির শুটিং। ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। শোনা যাচ্ছে,আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পেতে পারে।
বাংলা ছবিতে কমার্শিয়াল হিরোর তকমা যাদের দেওয়া হয়, তাদের মধ্যে জিৎ অন্যতম। ভিন্নধারার সিনেমার যুগেও কমার্শিয়াল ছবির ধারা ধরে রাখতে পেরেছেন তিনি। একের পর এক ছবিতে দেখা গেছে তার ‘মাস’ অবতার। অন্যদিকে, রাফির শেষ ছবি ‘তুফান’ ও দর্শক মহলে বেশ ভালোই সাড়া ফেলেছে। তাই এই জুটির রসায়ন বড় পর্দায় দেখতে ইতিমধ্যেই বেশ উৎকণ্ঠায় রয়েছে ভক্তরা।
এখনও পর্যন্ত এই ছবির গল্প সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। তবে বাংলাদেশের বেশ কিছু অভিনেতা থাকতে পারেন এই ছবিতে, এমনটাই জানা গেছে। তাদের এই নতুন ছবি কতোটা জনপ্রিয় হয়ে ওঠে, সেই প্রশ্নই এখন দর্শক মহলে।