Kakababu: বড়পর্দায় কাকাবাবুর চরিত্রে ফিরছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আসছে নতুন ছবি বিজয়নগরের হীরে। তবে এবারের কাকাবাবুর ছবিতে থাকছে বেশ কিছু বদল। কী সেই বদল?
প্রসেনজিত চট্টোপাধ্যায়ের অভিনীত কাকাবাবু ছবি গুলি এতদিন পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আর কাকাবাবু বানাবেন না। সেই দায়িত্ব এবার নিলেন পরিচালক চন্দ্রাশিস রায়। এর আগে নিরন্তর ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। পাশাপাশি চরিত্রেও এবার বদল! সন্তুর চরিত্রে আরিয়ান ভৌমিকের জায়গায় এবার থাকছেন অর্ঘ বসু রায়। এর আগে দাবাড়ু ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ছবিতে থাকছেন সত্যম ভট্টাচার্য।
আরও পড়ুন – Bhool chuk maaf:বড়পর্দায় এবার রাজকুমার রাও- ওয়ামিকা গাব্বি, আসছে ‘ভুল চুক মাফ’
সম্প্রতি শুভ মহরত হয়ে গেলো এই নতুন ছবির। এই ছবি কবে মুক্তি পাবে, সেই নিয়ে এখনও কিছু জানাননি নির্মাতারা। কাকাবাবু নিয়ে যে সিনে প্রেমীরা কতোটা উন্মাদনা, তা

কাকাবাবুর নতুন ছবি বিজয়নগরের হীরে ছবির শুভ মহুরৎ।

কাকাবাবুর নতুন ছবি বিজয়নগরের হীরে ছবির শুভ মহুরৎ।