Khadaan new song ‘Kishori’:চারিদিকে এখন ‘খাদান‘ জ্বর। কিছুদিন পরেই মুক্তি পাবে দেব অভিনীত নতুন ছবি ‘খাদান’। ছবিটি পরিচালনা করেছেন সুজিত রিনো দত্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির তৃতীয় গান ‘কিশোরী’। গানটি গেয়েছেন রথীজিত ভট্টাচার্য এবং অন্তরা মিত্র।
এই গানে দেখা গেলো দেব এবং ইধিকা পলকে। ছবিতে দেব এবং ইধিকা ছাড়াও রয়েছেন যীশু সেনগুপ্ত, বরখা বিস্ত, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বোস সহ আরও অনেকে। এছাড়াও ছবিতে আছেন সুজন নীল মুখোপাধ্যায়, সুমিত গাঙ্গুলী, পার্থসারথি সহ অন্যান্যরা। শোনা যাচ্ছে, এই ছবির কাস্টেও থাকতে পারে ভীষণ চমক। এই গানের পাশপাশি এর আগে মুক্তি পেয়েছে এই ছবির দুটি গান ‘ রাজার রাজা’ এবং ‘হায় রে বিয়ে’ দুটি গানই দর্শকমহলে পেয়েছে বহুল জনপ্রিয়তা।
আরও পড়ুন- New movie BhaggoLakkhi:বড়পর্দায় আসছে ভাগ্যলক্ষ্মী, মুখ্য ভূমিকায় ঋত্বিক,সোলাঙ্কি
আগামী ২০ শে ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে খাদান। ইতিমধ্যেই ছবি নিয়ে শুরু তুমুল উত্তেজনা। বক্স অফিসে এ ছবি নিয়ে যে ঝড় তুলবে, তা এখন থেকে বেশ বোঝা যাচ্ছে।