Khadaan:“ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ, এই দুইয়ের সামনে আসতে নেই।“ হ্যাঁ, ঠিক এমন সংলাপই শোনা গেলো শ্যামরূপী দেবের গলায়। আসতে চলেছে নতুন ছবি ‘খাদান’। ছবিটি পরিচালনা করেছেন সুজিত রিনো দত্ত। মুখ্য ভুমিকায় রয়েছেন দেব এবং যীশু সেনগুপ্ত।
দেব,যীশু ছাড়াও ছবিতে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী,বরখা বিস্ত, ইধিকা পল, স্নেহা বোস , রাজা দত্ত, সুমিত গাঙ্গুলী , জন ভট্টাচার্য সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী। মূলত কয়লাখনির অন্ধকার জীবন নিয়েই তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট। বেশ কিছুদিন মুক্তি পেয়েছিলো এই ছবির টিজার এবং প্রি ট্রেলার। আজ মুক্তি পেলো সেই ছবির ট্রেলার। ইতিমধ্যেই ইউটিউব ট্রেনডিংয়ে রয়েছে সেই ট্রেলার। পাশাপাশি শুরু হয়েছে দেবভক্তদের উন্মাদনা।
আরও পড়ুন- New movie ‘Masti 4’:বড়পর্দায় আবার কমেডি, আসছে ‘মস্তি ৪’
আগামী ২০ শে ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘খাদান’। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার অ্যাডভান্স বুকিংও। তাহলে আর বেশি দেরী করে লাভ কি? মাস অ্যাকশানের স্বাদ পেতে বড়পর্দায় দেখে আসুন ‘খাদান’।