আবারও বড়পর্দায় চেনা ছন্দে দেখা গেলো সুপারস্টার দেব কে। আগামী ডিসেম্বরে বড় পর্দায় আসছে তার নতুন ছবি ‘খাদান’। তারই প্রথম গান এবার প্রকাশ্যে এলো। সুরিন্দর ফিল্মস এবং দেব এনটারটেনমেনট ভেঞ্ছারসের প্রযোজনায় আসছে এই ছবি।
খাদান ছবিতে ‘রাজার রাজা’ গান টি গেয়েছেন দেভ অরিজিত। পাশপাশি সুর দিয়েছেন স্যাভি। গানটি লিখেছেন ঋতম সেন। মুক্তি পাওয়া মাত্রই দেব ভক্ত দের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। কারণ বেশ অনেক বছর বাদে অ্যাকশান প্যাকড মাস অবতারে দেখা যাবে সুপারস্টার কে। অন্ততপক্ষে ছবির টিজার এবং গান তেমনটাই জানান দিচ্ছে। তাহলে আর দেরী কেন? নীচের লিঙ্কে ক্লিক করে এখনই শুনে নিন সেই গান।
আগামী ২০ শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। দর্শকের উন্মাদনাই বলে দিচ্ছে এ ছবি বক্স অফিসে কতোটা সাফল্য আনতে পারে।