KillBill Society:১৩ বছর পর আবার আনন্দ কর কে বড়পর্দায় আনলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। হেমলক সোসাইটি ছবির মাধ্যমে আনন্দ কর চরিত্রকে বড়পর্দায় তুলে ধরেছিলেন তিনি। এই চরিত্রে অভিনয় করেছন পরমব্রত চট্টোপাধ্যায়। এই ছবিতে অভিনয় করেছেন কৌশানি মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন সহ আরও অন্যন্যরা। তাদের চরিত্রের লুক এবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেলো।
চরিত্রের জন্য মাথা কামিয়েছেন পরমব্রত। আর তার চরিত্রেও এবার হয়েছে খানিক বদল। এই আনন্দ কর আর কাউকে বাঁচানো তো নই, বরং মেরে ফেলার জন্য সাহায্য করে সে। অন্যদিকে পূর্ণা আইচের চরিত্রে কৌশানি বেজায় বেপোরোয়া। কাউকেই মানে না সে। তবে কোনও এক ঘটনায় বদলে যায় তার জীবন।
আরও পড়ুন – Raktabeej 2 shooting started:পুজোতে এবার ‘রক্তবীজ ২’,শুরু হলো ছবির শুটিং
এছাড়াও, ডন পেটকাটাস শ র চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বনাথ বসুকে। পরিচালকের মতে, জীবনের সেরা অভিনয় করেছেন তিনি। এছাড়াও ছবিতে থাকছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং সন্দীপ্তা সেন।

ছবিতে পরমব্রত।

ছবিতে কৌশানি।

ছবিতে বিশ্বনাথ বসু।

ছবিতে অনিন্দ্য চট্টোপাধ্যায়।

ছবিতে সন্দীপ্তা সেন।
আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘কিলবিল সোসাইটি’। ইতিমধ্যেই ছবি নিয়ে উত্তেজনায় রয়েছে দর্শকমহল। ছবির টিজার মুক্তি পাবে আগামী শনিবার।