Killbill Society:সাবধান!সাবধান! হটাৎই সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। তবে কেন? তার কারণ আসছে তার পরবর্তী ছবি ‘কিলবিল সোসাইটি’। যে ছবি কিনা আবার হেমলক সোসাইটির সিক্যুয়াল। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায়। ছবির প্রযোজনায় এসভিএফ।
এই ছবির কাস্টিংয়েও থাকছে চমক। ছবিতে থাকছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অরিজিতা মুখোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে থাকছেন আরও অন্যান্যরা। সম্প্রতিই শুরু হবে এই ছবির শুটিং।
আরও পড়ুন- Dev-Anirban in Raghu Dakat:জল্পনার অবসান, রঘু ডাকাতে আবার ‘ দেব-অনির্বাণ’
‘হেমলক সোসাইটি’ ছবিটি দর্শকমহলে ভীষণ জনপ্রিয় হয়েছিল এই কথা বলার আর অপেক্ষা রাখেনা। আশা করা যায়, তার সিক্যুয়ালও দর্শকের মধ্যে বেশ জনপ্রিয় হবে।

ছবির পোস্টার।