Koel Mallick Daughter: ২০২০ সালে প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রযোজক নিসপাল সিং এবং কোয়েলের কোল আলো করে এসছিল তাঁদের প্রথম সন্তান কবীর। তার ঠিক ৩ বছর পরেই আবার কন্যাসন্তানের মুখ দেখলেন তারকা দম্পতি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর জানিয়েছেন তারা।
এই সুখবরের পর থেকেই প্রচুর শুভেচ্ছাবার্তা পাচ্ছেন দম্পতি। পাশাপাশি টলিপাড়ার কলাকুশলীদের শুভেচ্ছাবার্তাও পেয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ার পোস্টে তারা লিখেছেন “আমরা আশীর্বাদধন্য, আমাদের কোল আলো করে এসছে কন্যাসন্তান।
আরও পড়ুন- Manoj Mitra’s ‘Narak Guljar”:’মঞ্চস্থ হলো মনোজ মিত্রর কালজয়ী নাটক ‘নরক গুলজার’
Itsmajja Bangla র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইলো অভিনেত্রী কোয়েল মল্লিক এবং নিসপাল সিংয়ের জন্য।

কোয়েলের পোস্ট।