১৯৭৭ সালে পথ চলা শুরু এই নাটকের। শেষ শো অনুষ্ঠিত হবে ২০২৪ শে। মাঝে বছর দশেক বন্ধ ছিল এই প্রযোজনা। নানান সময়ে যদিও প্রয়োজনে অভিনেতা বদলেছে। নাট্যকার অরুণ মুখোপাধ্যায়ের রচিত এই নাটকের শেষ শো আগামী ৬ই অক্টোবর। লু শুনের ‘দ্য ট্রু স্টোরি অফ আ কিউ’এই নাটকের অনুপ্রেরণা।
শুরুর সময় অরুণ মুখোপাধ্যায় নিজেই জগন্নাথ চরিত্রে অভিনয় করতেন। ১৯৭৭ এর ২২ শে ফ্রেব্রুয়ারি থেকে ২০০২ অবধি তিনি নিজেই এই চরিত্রকে মঞ্চে সফল করেছেন। ২০১২, বহুকাল বাদে নতুন করে শুরুর সময়, ওনার বয়স ৭৫। তাও তিনি, এই চরিত্রে অভিনয় করতে পিছপা হননি।

নাটকটির শুরুর আমলের পোষ্টার
জগন্নাথের চরিত্রটি এক যুবকের এবং এই চরিত্রে অভিনয় করতে যথেষ্ট ‘ফিজিক্যাল এক্টিং’ এর প্রয়োজন, নাটকের সফল মঞ্চায়নের জন্য। ২০১২ তে যখন নতুন ভাবে শুরু হয় নাটকটি। তখন অরুণ মুখোপাধ্যায়ের বয়স ৭৫। একটি শো তে, অভিনয় করতে করতে অসুস্থ হয় পড়েন অরুণ বাবু। তারপর থেকে জগন্নাথের চরিত্রে অভিনয় করছেন, ওনার পুত্র সুজন মুখোপাধ্যায়। সুজন বাবু এই বছর ৫০শে পা দিলেন।
বর্তমানে, অরুণ বাবুর দুই পুত্র সুমন ও সুজন মুখোপাধ্যায় এই নাটকে একে অপরের মুখোমুখি। জগন্নাথ চরিত্রটি এক গরীব, গ্রাম্য যুবকের। বর্তমানে, নাটকটির সময়সীমা আনুমানিক একশো চল্লিশ মিনিট। শুধুমাত্র কলকাতার দর্শকের সামনেই নয়, নানান বিখ্যাত নাট্যোৎসবে নাটকটির মঞ্চায়নের সুযোগ ঘটেছে।