Lawho Gouranger Naam re :কিলবিল সোসাইটি ছবির প্রচারের মধ্যেই নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই নতুন ছবির নাম লহ গৌরাঙ্গের নাম রে। ছবির প্রযোজক রানা সরকার এবং এসভিএফ।
এই ছবির কাস্টেও রয়েছে দুর্দান্ত চমক। ছবিতে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্ণো মিত্র, ইশা সাহা, দর্শনা বণিক, ব্রাত্য বসু, নীল মুখোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত সহ আরও অনেকে। ছবিতে থাকছেন টেলিভিশন জগতের পরিচিত মুখ দিব্যজোতি দত্ত । তাকে দেখা যাবে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে। মূলত চৈতন্য মহাপ্রভুর জীবন এবং তার ঐতিহ্যকে তুলে ধরা হবে এই ছবিতে।
আরও পড়ুন – KillBill Society First Look:প্রকাশ্যে ‘কিলবিল সোসাইটি’ র প্রথম লুক!
সম্প্রতি হয়ে গেলো এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা। শ্রীঘ্রই শুরু হবে এই ছবির শুটিং। চলতি বছরের শীতেই মুক্তি এই ছবি।

ছবির পোস্টার।