Maddock fims:সিনেপ্রেমীদের জন্য এবার বিশাল বড় চমক আনল বিখ্যাত প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস। কি সেই চমক? জানুন বিস্তারিত।
একটি নয়, দুটি নয়, মোট ৮ টি পরবর্তী ছবির নাম এবার প্রকাশ্যে আনল ম্যাডক ফিল্মস প্রযোজনা সংস্থা। সব কটি ছবিই মূলত হরর কমেডি জনারের ছবি।
২০২৫ এর দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘থামা’। ছবিটিতে মুখ্য ভুমিকায় দেখা যাবে অভিনেতা আয়ুস্মান খুরানাকে। এর পরে ২০২৫ য়ের ডিসেম্বর মাসের ৩১ তারিখে মুক্তি পাচ্ছে শক্তি শালিনী।
২০২৬ য়ের ১৪ই আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে ‘ভেড়িয়া ২’। ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা বরুণ ধাওয়ানকে। ২০২৬ এর ডিসেম্বর মাসে ৪ তারিখে মুক্তি পাবে ‘চামুণ্ডা’। ছবির কলাকুশলীদের নাম জানা যায়নি।
২০২৭ এর ১৩ আগস্ট মুক্তি পাবে ‘স্ত্রী ৩’। মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুর কে। ওই বছরেই ডিসেম্বরে মুক্তি পাবে ‘মহা মুঞ্ঝা’। ছবির কলাকুশলীদের নাম বিশদে জানা যায়নি।
২০২৮ এর ১১ আগস্ট মুক্তি ‘পেহলা মহায়ুধ’। ছবিতে কারা থাকছেন সে নিয়ে এখনও কিছু জানা যায়নি। ওই বছরেই ১৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দুসরা মহায়ুধ’।

ম্যাডক ফিল্মসের পরবর্তী ছবি।
এই ঘোষণার পরপরই সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছাস। একসঙ্গে এত ছবির ঘোষণা সত্যিই চমকপ্রদ তাঁদের কাছে। স্ত্রী, মুঞ্ঝা,ভেড়িয়া এই ছবিগুলিতো দর্শক মহলে জনপ্রিয়ই। এবারে তার সিক্যুয়ালের পাশাপাশি আসছে আরও অনেক নতুন সিনেমা। তার জন্য চোখ রাখুন বড়পর্দায়।