সম্প্রতি প্রখ্যাত চিত্রগ্রাহক মধুরা পালিত ওনার ফেসবুক পেজে একটি ছবি পোষ্ট করে জানিয়েছেন তিনি একটি মারাঠি ফিল্মে ক্যামেরা পার্সন হিসেবে শুটিং শুরু করেছেন। মধুরা পালিত ইতিমধ্যে, ‘কিশমিশ’ (২০২২), ‘কাছের মানুষ’ (২০২২), ‘দিলখুশ’ (২০২৩), ‘দাবাড়ু’ (২০২৪) সহ একাধিক বাংলা ছবির চিত্রগ্রহণের দায়িত্ব সামলেছেন। মধুরার স্কুল জীবন কেটেছে অশোক হল গার্লস হাই স্কুলে। পরবর্তীকালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাস-কমিউনিকেসান এন্ড ভিডিওগ্রাফি পড়ে SRFTI তে সিনেমাটোগ্রাফি পড়তে যান তিনি।

।।মধুরা পালিত।।
ছবির সুত্রঃ এশিয়ান ফিল্ম একাডেমী
কোর্স শেষ করে তিনি কাজ করতে শুরু করেন নানান শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিওতে। মধুরা পালিতের শুট করা প্রথম ফিচার লেংথ ছবি ‘আমি ও মনোহর’ (২০১৮)। শুধুমাত্র শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, মিউজিক ভিডিওই নয়, টেলিভিশান ধারাবাহিক ‘পান্ডব গোয়েন্দা’-র চিত্রগ্রহণের দায়িত্বও সামলেছেন তিনি। ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক খেতাব পেয়েছেন এই চিত্রগ্রাহক। বাংলা ও হিন্দী ছবিতে এতকাল কাজের পর এবারে, আদিত্য চোহান পরিচালিত ‘দ্রুষ্ট’ ছবি দিয়ে মারাঠি ছবির দুনিয়ায় পা রাখলেন মধুরা পালিত।