পরিচালক মৈনাক ভৌমিক ‘বর্ণপরিচয়’ র (২০১৯) পরে আবারও রহস্য-রোমাঞ্চের দুনিয়ায় ফিরছেন তাঁর আগামী ছবি ‘ভাগ্যলক্ষ্মী’র মাধ্যমে। এই ছবিতে মূখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিতে তাঁকে দেখা যাবে মাদককাণ্ডে জড়িয়ে পড়তে। তাঁর বিপরীতে থাকবেন শোলাঙ্কি রায়। ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুজন নীল মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবপ্রিয় সহ আরও অনেকে।
সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে দক্ষিণ কলকাতার চৌধুরী ভিলায় ছবির শুটিং শুরু হয়েছে। বৃষ্টির কারণে শুটিংয়ে কিছুটা ব্যাঘাত ঘটলেও পরিচালক জানিয়েছেন যে, সেটের পরিবেশ বেশ চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর। ছবির প্রথম দিনের শুটিং হয় দক্ষিণ কলকাতার অলিগলিতে, যেখানে অভিনয় করেন লোকনাথ, সুজন নীল, দেবপ্রিয় প্রমুখ। পরেরদিন ঋত্বিক এবং শোলাঙ্কির দৃশ্যের শুটিং হয়।
মৈনাকের মতে, নতুন জুটি হিসেবে ঋত্বিক-শোলাঙ্কি নিয়ে কাজ করার মজাই আলাদা। ছবির গল্প কলকাতার একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, এবং টালিগঞ্জের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে। শহরের নানা দিকের মিশেলে তৈরি হবে এই ছবি, যেখানে টলিউড ইন্ডাস্ট্রির ভাল-মন্দ দিকও ফুটিয়ে তোলা হবে। মৈনাক বলেন, এই ছবিতে স্বস্তিকা দত্তের মাধ্যমে বাংলা সিনেমা জগতের বিভিন্ন বিষয় উঠে আসবে, তবে তিনি রহস্য বজায় রেখে বলেছেন, সবকিছু এখনই প্রকাশ করলে দর্শকের মধ্যে উত্তেজনা থাকবে না। পরিচালক চান অক্টোবরের প্রথম সপ্তাহেই এই ছবির শুটিং শেষ করতে। আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।