Narak Guljar: নরক গুলজার। মনোজ মিত্রর এক কালজয়ী নাটক। ‘সুন্দরম’ নাট্যদলের প্রযোজনায় আকাদেমি অফ ফাইন আর্টসে বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মঞ্চস্থ হলো সেই নাটক। অভিনয়ে রয়েছেন গৌতম হালদার, রজত গাঙ্গুলি, দেবপ্রতিম দাসগুপ্ত আরও অন্যান্যরা।
নরক গুলজার নাটকটি মূলত একটি হাস্যরসের মাধ্যেমে রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরা। অভিনয়ের দিক দিয়ে সবাই এক কথায় অসাধারণ। প্রথমেই আসা যাক ব্রহ্মার চরিত্রে রজত গাঙ্গুলির কথায়। তার অভিনয় প্রশংসনীয়। বেশ কিছু দৃশ্যে তার অভিনয় সত্যিই চোখে পড়ার মত। এছাড়াও যদি নারদের চরিত্রে গৌতম হালদারের কথা বলা হয়, তার অভিনয় এক কথায় অসাধারণ। এছাড়াও গরিব মানিকচাঁদের ভূমিকায় দেবপ্রতিম দাসগুপ্তের অভিনয় বেশ ভালো।
আরও পড়ুন- New Movie Mardaani 3:আবারও বড়পর্দায় রানি,আসছে ‘মারদানি ৩’
এই নাটকের সংলাপ সবচেয়ে নজর কাড়ে। বিশেষ করে কিছু সংলাপে গায়ে কাঁটা দিয়ে উঠবে। পাশাপাশি নাটকের একটি গান ‘কেউ কথা বলো না’ গানটির কথা না বললেই নয়। গানটি লিখেছিলেন দেবপ্রতিম দাসগুপ্তের বাবা দেবাশীস দাসগুপ্ত।
এই নাটকের মহড়ায় পৌঁছে গিয়েছিল ItsMajjaBangla র টিম। নীচের লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিন সেই ভিডিও। পাশাপাশি, এই নাটক কেমন হলো, তাও জেনে নিন এখনই।
বিনোদন জগতের তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন ItsMajjaBangla। পাশাপাশি আমাদের ফলো করুন ফেসবুক এবং ইন্সটাগ্রামেও।