জনপ্রিয় ওটিটি অ্যাপ অ্যামাজন প্রাইমের সিরিজ মির্জাপুরের কথা তো প্রায় সবারই জানা। গদির অধিপতি হবে কে? তাই নিয়েই তৈরি হয়েছে এই সিরিজ। সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল,দীব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠী সহ বহু অভিনেতা অভিনেত্রী।
ওটিটির পর্দায় এই সিরিজের চারটি সিজন এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে। প্রতিটি সিজনই দর্শকমহলে বহুল জনপ্রিয়তা লাভ করেছে। তবে এবার আর সিরিজ নয়, সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে ‘মির্জাপুর’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তেমনটাই জানিয়ছেন নির্মাতারা।
২০২৬ এ বড় পর্দায় মুক্তি পাচ্ছে মির্জাপুর। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন এই সিরিজের পরিচালক গুরমিত সিং। কাহিনীকার হিসেবে থাকছেন পুনিত কৃষ্ণা। তবে সিরিজের আঙ্গিকে বলা এক গল্প বড়পর্দায় কতোটা ফলপ্রসূ হবে, সেই প্রশ্নই এখন সিনেমা মহলে। তবে সিরিজের চরিত্রগুলি দর্শকমহলে এতটাই জনপ্রিয় হয়েছে যে, তাদের দেখতে হলে দর্শক ভিড় করবেই, একথা জোর দিয়েই বলা যায়।