ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান “দাদাসাহেব ফালকে” পেতে চলেছেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, আগামী ৮ই অক্টোবর জাতীয় পুরস্কার অনুষ্ঠানে তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য তাঁকে দেওয়া হবে এই স্বীকৃতি। ইতিমধ্যেই সিনেমা মহলের একাধিক কলাকুশলী তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
অভিনেতার মতে, “আমি ভাষাহীন। কলকাতার অলিগলি থেকে উঠে আসা এক ছেলের আজ দাদাসাহেব ফালকে পাওয়া সত্যিই আমার কাছে ভাবনার বাইরে। এই সম্মান আমি দর্শক এবং পরিবারকে উৎসর্গ করলাম।“ বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রাখা মিঠুনের। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এরপর বলিউড জগতেও দর্শকদের নজর কেড়েছিলেন। বিশেষ করে ডিস্কো ড্যান্সার ছবির জন্য তিনি ভূয়সী প্রশংসা অর্জন করেন। সেই ছবির গান আজও দর্শকের মুখে মুখে ঘোরে। যে কজন অভিনেতা দাপটের সঙ্গে টলি- বলি ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করতে পেরেছেন,তাদের মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম যে শিখরে থাকবে, এ কথা বলার আর অপেক্ষা রাখেনা।
আগামী ৮ই অক্টোবর সিনেমা হলে মুক্তি পাচ্ছে তার পরবর্তী ছবি “শাস্ত্রী”। সে নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে রয়েছে প্রবল উৎকণ্ঠা। তারই মধ্যে তার এই স্বীকৃতি যেন শুধু টলিউড নয়, সমগ্র ভারতীয় সিনেমাপ্রেমীর কাছে গর্বের।