চলতি বছরের ডিসেম্বরে কলকাতার আকাদেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হবে নান্দীকারের ৪১ তম নাট্য উৎসব। ৬ দিন ধরে চলবে এই উৎসব। এই নাট্য উৎসবে দেখানো হবে মোট ১৩ টি নাটক।

২০ ডিসেম্বর সন্ধে ৬ টায় মঞ্চস্থ হবে ‘ আরও একটা লিয়ার’। পরিচালনা এবং অভিনয়ের দায়িত্বে রয়েছেন অঞ্জন দত্ত। সম্ভবত অঞ্জন দত্তের এটাই শেষ নাটক।অন্ততপক্ষে এমনটাই জানা গেছে।
২১ ডিসেম্বর দুপুর টায় মঞ্চস্থ হবে ‘মানুষ’। পরিচালনার দায়িত্বে থাকছেন সোহিনী সেনগুপ্ত। পাশাপাশি সাড়ে ৬ টায় মঞ্চস্থ হবে ‘মাধবী’।
২২ ডিসেম্বর দুপুর ৩ টেয় মঞ্চস্থ হবে ‘এক থেকে বারো’। পরিচালনায় রয়েছেন সপ্তর্ষি মৌলিক। পাশাপাশি পাশাপাশি সাড়ে ৬ টায় মঞ্চস্থ হবে পাঞ্চজন্য।
২৩ ডিসেম্বর সন্ধে সাড়ে ৬ টায় মঞ্চস্থ হবে আনসিন। পরিচালনার দায়িত্বে রয়েছেন বরখা- ফেদ্রিকা সিগাল। পাশাপাশি মঞ্চস্থ হবে আরও একটি নাটক ‘ যত্নে রেখো’। পরিচালনায় রয়েছেন অর্ঘ দে।
২৪ শে ডিসেম্বর সন্ধে সাড়ে ৬ টায় সোহিনী সেনগুপ্তের পরিচালনায় মঞ্চস্থ হবে রানী কাদম্বিনী।
২৫ শে ডিসেম্বর সকাল দশটায় মঞ্চস্থ হবে পাখি,লুল্লু এবং পারফেক্ট প্রিফেকট। পাশাপাশি দুপুর আড়াইটের সময় মঞ্চস্থ হবে নবান্ন এবং পাঞ্চজন্য। পরিচালনার দায়িত্বে রয়েছেন সোহিনী সেনগুপ্ত।
তাহলে আর দেরী কেন? নীচের লিঙ্কে ক্লিক করে এখনই কেটে ফেলুন টিকিট।
http://nandikar.net/