New series Kalratri hoichoi:খুন হল স্বামী! বিয়ের পর কি অন্ধকার নেমে এলো দেবীর জীবনে? কীভাবে হবে এই রহস্যের সমাধান? জানতে হলে দেখতে হবে ওটিটি অ্যাপ হইচইয়ের নতুন সিরিজ কালরাত্রি। ছবিটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। এর আগে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘নিখোঁজ’ সিরিজ পরিচালনা করেছেন তিনি। কাল রাত্রি সিরিজের চিত্রনাট্যও লিখেছেন তিনি। আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন শুভদীপ গুহ।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এর আগে দর্শক তাকে দেবের বিপরীতে প্রধান ছবিতে দেখলেও তিনি মূলত পরিচালিত ‘মিঠাই’ ধারাবাহিকের জন্য। সৌমিতৃষার পাশাপাশি সিরিজে রয়েছেন ইন্দ্রাশিস রায়,রাজদীপ গুপ্ত,অনুজয় চট্টোপাধ্যায়। এছাড়াও সিরিজে দেখা যাবে দেবেশ চট্টোপাধ্যায়, রুপাঞ্জনা মিত্র সহ আরও অনেককে। সুতরাং বোঝাই যাচ্ছে এই সিরিজের কাস্ট বিশাল। এখানে সৌমিতৃষার স্বামীর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রাশিস কে। পাশাপাশি, ইন্দ্রাশিসের বাবা মায়ের ভূমিকায় রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায় এবং রুপাঞ্জনা মিত্র। সিরিজের পরতে পরতে যে রহস্য, তা ট্রেলারে স্পষ্ট।
আরও পড়ুন – আসছে নতুন ছবি ‘অগ্নি’,মুখ্য ভূমিকায় দিব্যেন্দু,প্রতীক
আগামী ৬ ই ডিসেম্বর হইচইতে মুক্তি পাচ্ছে এই সিরিজ। পরিচালকের এর আগের সিরিজ ‘নিখোঁজ’ যথেষ্ট প্রশংসিত হয়েছে দর্শক মহলে। পাশাপাশি এই সিরিজের ট্রেলারও পেয়েছে প্রশংসা।