New movie Bhoot Bangla: আবারও হরর কমেডি ছবিতে ফিরছেন সুপারস্টার অক্ষয় কুমার। ‘ভুলভুলাইয়া’ র মতো ছবি তিনি উপহার দিয়েছেন তিনি। এবার অবশ্য এক ভিন্ন রূপে তাকে দেখা যাবে বড়পর্দায়। তার এই নতুন ছবির নাম ‘ভূত বাংলা’।ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শন। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অক্ষয় কুমার,শোভা কাপুর,একতা কাপুর। সম্প্রতি মুক্তি পেলো ছবির একটি পোস্টার।
ছবিতে অক্ষয় ছাড়া আর কোন অভিনেতা অভিনেত্রী থাকছেন সে সমন্ধে এখনও কিছু জানা যায়নি। আজ থেকে শুরু হয়েছে এই ছবির শুটিং। অন্তত নির্মাতাদের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ছবির পোস্টার মুক্তির পরই সিনেপ্রেমীদের মধ্যেই শুরু হয়েছে উচ্ছাস। কমেডি ছবিতে অক্ষয়ের অভিনয় এর আগেও দর্শকের নজর কেড়েছে, যার মধ্যে গরম মশালা, হেরা ফেরি অন্যতম।
আরও পড়ুন- 5 no. Swapnomoy Lane Trailer:প্রকাশ্যে ‘৫ নং স্বপ্নময় লেন’ ছবির ট্রেলার
২০২৬ য়ের ২ রা এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। সুতরাং ভক্তদের কাছে এখন লম্বা অপেক্ষার সময়। তবে এর মধ্যেও তার কিছু ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এখন এটাই দেখার যে বক্স অফিসে কতোটা সাফল্য পায় ‘ভূত বাংলা।‘
Beyond excited to be on set with my favourite @priyadarshandir as we begin the shoot of our horror comedy #BhoothBangla today. Yeh darr aur hasi ka double dose aapke liye ready hoga 2nd April, 2026 ko! Tab tak ke liye aapke best wishes chahiye 🙏 pic.twitter.com/j5vyWI2VG2
— Akshay Kumar (@akshaykumar) December 10, 2024