এবার বড়পর্দায় একসাথে দেখা যাবে অভিনেতা সৌরভ দাস এবং সৌমিতৃষা কুণ্ডুকে। তাঁদের এই নতুন ছবির নাম ‘১০ই জুন’।ছবিটি পরিচালনা করেছেন রূপক চক্রবর্তী। প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘সান ভেঞ্চারস’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
ছবিতে সৌরভ,সৌমিতৃষার পাশাপাশি থাকছেন কৌশিক সেনের মতো অভিনেতারা। মূলত একজন খুনিকে ঘিরে গড়ে উঠেছে এই গল্পের প্রেক্ষাপট। এই খুনির চরিত্রেই থাকছেন সৌরভ। অন্যদিকে তার বিপরীতে থাকছেন সৌমিতৃষা। এছাড়াও একটি বিশেষ চরিত্রে থাকছেন কৌশিক সেন। এছাড়াও আরও অনেকে রয়েছেন এই ছবিতে। ট্রেলার বেরোনোর পরই দর্শকদের তা নজর কেড়েছে।
আরও পড়ুন- Sonu Sood As director:এবার পরিচালনার দায়িত্বে অভিনেতা সোনু সুদ!
আগামী জানুয়ারি মাসে মুক্তি পাচ্ছে এই ছবি। বর্তমান প্রজন্মের কাছে সৌরভ,সৌমিতৃষার অভিনয় যে ভীষণ জনপ্রিয় তা আর আলাদা করে বলে দিতে হয়না। আশা করা যেতে পারে এই ছবি দর্শকদের কাছে সমান জনপ্রিয়তা লাভ করবে।