জনপ্রিয় ওটিটি অ্যাপ আমাজন প্রাইমে আসছে নতুন ছবি ‘অগ্নি’। ছবিটি পরিচালনা করেছেন রাহুল ধলাকিয়া পরিবেশনার দায়িত্বে রয়েছে অ্যামাজন এজিএম স্টুডিওস। প্রযোজনার দায়িত্বে রয়েছে এক্সেল এনটারটেনমেনট। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবিত ট্রেলার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রতীক গান্ধী এবং দিব্যেন্দু শর্মা। এছাড়াও আছেন আরও অনেকে।
মূলত এক অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে এ ছবির প্রেক্ষাপট। ছবিতে একজন দমকল কর্মীর ভূমিকায় রয়েছেন প্রতীক গান্ধী। জনপ্রিয় সিরিজ ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজে হান্সাল মেহেতার চরিত্রে অভিনয় করে বহুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পাশাপাশি, একজন আধিকারিকের ভূমিকায় দেখা যাবে দিব্যেন্দু শর্মা কে। এছাড়াও ছবিতে দেখা যাবে অভিনেত্রী সায়ামি খের কে।
আরও পড়ুন – পরিচালকের আসনে এবার শাহরুখ পুত্র!
দমকল কর্মীর জীবনে কতোটা চ্যালেঞ্জ থাকে, তারও গল্প বলবে এই ছবি। কোন এক কারণে একটি জায়গায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়, তা থেকে সবাইকে কীভাবে উদ্ধার করা হবে, তাই দেখানো হবে এই ছবিতে।
আরও পড়ুন- ফিরছে শাহরুখ- সলমন, আবারও বড়পর্দায় ‘করণ-অর্জুন’!
আগামী ৬ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। ট্রেলার বেরনোর পরপরই দর্শকমহলে শুরু হয়েছে উচ্ছাস। আশা করা যেতেই পারে যে ছবিটিও বেশ ভালো হওয়ার যোগ্যতা রাখে।