New movie Baaghi 4 coming on 2025: এক হাতে কাটারি, অন্য হাতে বোতল, সারা শরীরে রক্ত! কি হ লো টাইগার শ্রফের? না,সেরম কিছু নয়। অভিনেতা টাইগার শ্রফের ‘বাঘি’ ফ্র্যাঞ্ছাইজের কথা তো সবারই জানা। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম পার্ট। যেখানে মারকাটারি অ্যাকশান করতে দেখা গেছিলো অভিনেতা কে। তার পুনরাবৃত্তি দেখা গেছে ওপর অন্য দুই পার্টেও। সম্প্রতি বেরিয়েছে এই ছবির পোস্টার।
এ ছবি যে অন্য পার্টের তুলনায় অন্যরকম হবে, সে বিষয়ে সন্দেহ নেই। এই পোস্টারে এক ভিন্ন লুকে দেখা যাচ্ছে টাইগার শ্রফ কে। ছবিটি পরিচালনা করেছন এ.হারশা। ছবিতে টাইগার ছাড়া আর কোন অভিনেতা অভিনেত্রী থাকছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এর আগের পার্টে টাইগারের বিপরীতে দেখা গেছে শ্রদ্ধা কাপুর এবং দিশা পাটানী কে। তবে এবার নায়িকা হিসেবে কাকে দেখা যাবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন- বড় পর্দা মাতালেন বাজিরাও? কেমন হলো ‘সিঙ্ঘম এগেন’
নতুন বছরে ৫ই সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। এর আগে ফ্র্যাঞ্ছাইজের প্রত্যেকটি পার্টই দর্শকমহলে বহুল জনপ্রিয়তা পেয়েছে। সেখান থেকে আশা করা যেতে পারে, এই ছবিও সমান জনপ্রিয়তা লাভ করবে।