New Movie Despatch:জনপ্রিয় ওটিটি অ্যাপ ‘Zee 5’ এ আসছে নতুন ছবি ‘ডেসপ্যাচ’। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবিটি পরিচালনা করেছেন কানু ব্যহল। চিত্রনাট্য লিখেছেন ইশানি মুখোপাধ্যায় এবং কানু ব্যহল। ছবিটি প্রযোজনা করেছেন রনি স্ক্রিউওয়ালা।
খবরের সত্যতা যাচাইয়ের জন্য কতোটা তৎপর হয়ে উঠতে পারে সাংবাদিক জয় বাগ? তারই গল্প বলবে ডেসপ্যাচ। সাংবাদিক জয় বাগের চরিত্রে এখানে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। মনোজ বাজপেয়ীর পাশাপাশি ছবিতে থাকছেন শাহানা গোস্বামী এবং অর্চিতা আগারওয়াল। এছাড়াও দেখা যাবে টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনকে।
আরও পড়ুন – Rishab shetty as Chhatrapati Shivaji Maaharaj:‘শিবাজি’র চরিত্রে এবার ঋষভ শেট্টি
আগামী ১৩ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পাচ্ছে এই ছবি। মনোজ বাজপেয়ীর অভিনয়ের ভক্ত নন এরম দর্শকের সংখ্যা খুব কমই আছে। এর আগে zee5 এরই একটি ছবি ‘সিরফ এক বান্দা কাফি হেয়’ তে মনোজের অভিনয় মুগ্ধ করেছে সকলকে। তার ওপর ভিত্তি করেই বলা যেতে পারে, এই ছবিও সমান জনপ্রিয়তা পাবে।