Mardaani 3:‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির পর আবারও বড়পর্দায় অভিনেত্রী রানি মুখার্জী। আসছে নতুন ছবি ‘মারদানি ৩’। ছবিটি পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা। সম্প্রতি মুক্তি পেলো তার একটি পোস্টার। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আদিত্য চোপড়া।
এই ছবির আগের পার্টে, অর্থাৎ ‘মারদানি’ এবং ‘মারদানি ২’ ছবিগুলি বক্স অফিস সাফল্যের পাশপাশি দর্শকমহলে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল সেই ছবিগুলি। প্রথম ছবিতে দেখা গেছিলো টলি অভিনেতা যীশু সেনগুপ্তকে। তিনি এই ছবিতে থাকবেন কিনা, সে সমন্ধে এখনও কিছু জানা যায়নি। পাশপাশি জানা যায়নি ছবির বাকি অভিনেতা অভিনেত্রীদের নামও।
আরও পড়ুন- New Movie Hati Hati Pa Pa:আসছে নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’
আগামী ২০২৬ সালে বড়পর্দায় মুক্তি পাবে মারদানি ৩। অন্তত নির্মাতাদের পক্ষ থেকে তেমনটাই জানানো হয়েছে। আশা করা যায়, এই ছবিও বাকি পার্টের মতই সমান জনপ্রিয়তা লাভ করবে।

ছবির পোস্টার