‘Masti 4’:গ্রেট গ্র্যান্ড মস্তি ছবির কথা তো প্রায় সবার ই জানা। এবার বড়পর্দায় আসছে এই ছবির চতুর্থ পার্ট ‘মস্তি ৪’। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন মিলাপ জাভেরি। প্রযোজনার দায়িত্বে রয়েছে ওয়েভব্যান্ড প্রোডাকশন। চিত্রগ্রাহকের ভূমিকায় রয়েছেন সঙ্কেত শাহ।
এই ‘মস্তি’ ফ্র্যাঞ্ছাইজের জনপ্রিয়তার শুরু আজ থেকে নয়। ২০০৪ সালে মুক্তি প্রায় এই ফ্রাঞ্ছাইজের প্রথম পার্ট ‘মস্তি’। তারই পুনরাবৃত্তি হয় ২০১৩ সালে, যার নাম ছিল গ্র্যান্ড মস্তি। এর পর ২০১৬ সালে মুক্তি পায় গ্রেট গ্র্যান্ড মস্তি। মূলত হরর কমেডি ঘরানাতেই এই ছবির প্রেক্ষাপট। এই ছবিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয়, আফতাভ শিবদাশানি। সম্প্রতি শুরু হয়েছে এ ছবির শুটিং।
আরও পড়ুন- New series Bhusworgo Bhyonkor:’শেষ’ ফেলুদা সৃজিতের, প্রকাশ্যে ভূস্বর্গ ভয়ঙ্করের ট্রেলার
সুত্রের খবর, আগামী বছরে আসছে এই নতুন ছবি। এই ছবি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা। আশা করা যায় এই ছবি বক্স অফিসে বেশ ভালো সাফল্য আনবে।

আফতাভ শিবদাশানি।

ছবির কলাকুশলীরা।