New movie Oporichito: সম্প্রতি এসকে মুভিজের পরিচালনায় অনুষ্ঠিত হল ১৮ অন স্ক্রিন। যেখানে একসঙ্গে ১৮ টি ছবির ঘোষণা হল। তারই মধ্যেএসকে মুভিসের প্রযোজনায় আসছে নতুন ছবি অপরিচিত। ছবিটি পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার।
ছবির প্রেক্ষাপট একজন আহত মানুষকে ঘিরে। কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে অত্যাচার হয় তাঁর ওপর। যে কারণে তাঁর জীবন থেকে কিছু স্মৃতি চলে যায়। এমনকি নিজের স্ত্রী কেও তিনি চিনতে পারেন না। এই রহস্য এই নিয়েই ‘অপরিচিত‘র মূল গল্প। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা কে। পাশাপাশি ছবিতে দেখা যাবে সাহেব ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রিয়া কাফিয়া, ইসাদরা বেকন কে। সূত্রের খবর, ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং।
বেশ অন্যধারার গল্প হতে চলেছে অপরিচিত। অন্তত এখন তেমনটাই বোঝা যাচ্ছে। এখন এটাই দেখার যে এই ছবি দর্শক মহলে কতোটা জনপ্রিয় হয়।