Puratawn : প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পরিবেশনায় বড়পর্দায় আসছে নতুন ছবি পুরাতন। ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত পরিচালক সুমন ঘোষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে এই ছবির টিজার।
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। অনেকদিন পর কোনও বাংলা ছবিতে অভিনয় করলেন তিনি। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবির গল্প মূলত মা মেয়ের ভালোবাসা কে ঘিরেই। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে ছবির টিজার।
ছবির টিজার।
আগামী ১১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘পুরাতন’। এর আগে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি। এই ছবি দর্শকদের কতোটা নজর কাড়ে,তাই এখন দেখার।