ক্যামেলিয়া গ্রুপ বাজারে এনেছে নতুন ওটিটি ‘ফ্রাইডে’। আড্ডাটাইমস, হইচই, ক্লিকের পরে বাজারে আবির্ভাব এই নবাগতের। ক্যামেলিয়া গ্রুপের প্রযোজিত নানা ফিল্মের পাশাপাশি নতুন সব ওয়েবসিরিজ দিয়ে সাজানো এই এপ্লিকেশন। বিখ্যাত নানান পরিচালক বানিয়েছেন নানান সিরিজ। সাগ্নিক চট্টোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়,দেবালয় ভট্টাচার্য,সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিরিজ দেখতে চোখ রাখতে হবে ফ্রাইডেতে।
অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পরিচালনায় হাতেখড়ি ‘সুপারি কিলার’ ওয়েবসিরিজ দিয়ে, তাও দেখা যাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। ইতিমধ্যে, মুক্তি পেয়েছে সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘লেডি চ্যাটার্জি’,কৌশিক করের ‘ফটাস’,আবু হায়াত মাহামুদ পরিচালিত ‘ভালোবাসা’, শুভাশিস মুখার্জি অভিনীত ‘নিরো’, অরিন্দম চক্রবর্তী পরিচালিত সৌরভ দাস অভিনীত ‘আমি নন্দিনী’, জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘মিসিং লিংক’। আগামী সময়ে আসছে, শৌভিক গুহ ও সাহিন আখতার পরিচালিত ‘ধর্ম সংকট’। ফ্রাইডের মাসিক প্ল্যান ৯৯ টাকা,৭৫ দিনের ক্ষেত্রে ১৯৯ টাকা, ৪০০ দিনের জন্য ৯৯৯ টাকা।