Bibhishon: লাল মাটির দেশে নৃশংস খুন! খুনি কী ধরা পড়বে? তার উত্তর মিলবে নতুন সিরিজ বিভীষণে। কারা কারা থাকছেন এই সিরিজে? জানুন বিস্তারিত।
নতুন এই সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজা চন্দ। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কবীর সিং খ্যাত অভিনেতা সোহম মজুমদার। অন্যান্য চরিত্রে রয়েছেন দেবচন্দ্রিমা সিনহা রায়, সঞ্জীব সরকার, দেবপ্রিয় মুখোপাধ্যায় সহ আরও অনেকে। মূলত একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিরিজের প্রেক্ষাপট। এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সোহম মজুমদারকে। সোহমের স্ত্রীর চরিত্রে দেখা যাবে দেবচন্দ্রিমা সিনহা রায় কে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার।
আরও পড়ুন – Dear maa Poster out now : আসছে অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবি ‘Dear মা’
ট্রেলারটি ইতিমধ্যেই পেয়েছে দর্শকদের ভালোবাসা। অনেকেই এই সিরিজকে মালায়ালাম ছবির সাথে তুলনা করছেন। তবে কেমন হবে নতুন সিরিজ, তার উত্তর মিলবে ২৭ জুন।