Upcoming hoichoi series ‘Bhog’ :সম্প্রতি ওটিটি অ্যাপ হইচই তে মুক্তি পেয়ছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত নতুন সিরিজ ‘নিকষছায়া’। অন্যদিকে হইচইতেই মুক্তি পেয়েছে আরও একটি সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’। যেখানে সৃজনশীল পরিচালকের ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তবে এবার পরমব্রত-অনির্বাণ জুটি ওটিটির পর্দায় এবার প্রথমবার।
লেখক অভীক সরকারের ‘ভোগ’ গল্প নিয়ে এবার হতে চলেছে ওয়েব সিরিজ। সিরিজটি পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এছাড়াও সিরিজে থাকছেন অভিনেতা রজতাভ দত্তকে। এ ছাড়া সিরিজে আর কোন কোন অভিনেতা অভিনেত্রী থাকবেন,তা নিয়ে এখনও কিছু বিশদে জানা যায়নি।
আরও পড়ুন – আসছে নতুন ছবি মৃগয়া, মুখ্য ভূমিকায় অনির্বাণ,ঋত্বিক,বিক্রম
সূত্রে খবর, খুব শীঘ্রই শুরু হবে এই সিরিজের শুটিং। দর্শক মহলে এই দুই অভিনেতার জনপ্রিয়তা যে ভীষণ জনপ্রিয়, তা তো আর আলাদা করে বলে দিতে হবেনা। সুতরাং এই অভিনেতা- পরিচালকের মিশেল যে সত্যিই চমকপ্রদ হতে চলেছে তা সত্যিই বোঝা যাচ্ছে। সম্ভবত নতুন বছরে আসতে পারে এই সিরিজ, কানাঘুষো এমনটাই শোনা যাচ্ছে।
আরও পড়ুন – আসছে ‘চালচিত্র’,ItsMajja Bangla র মুখোমুখি টোটা রায় চৌধুরী