কিছুমাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী।। তার পরেই তাদের কোল আলো করে এলো এক কন্যাসন্তান। গতকালই সোশ্যাল মিডিয়ায় জানালেন সে কথা।

কিছুদিন আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে শ্রীময়ী নাকি অন্তঃসত্ত্বা। তবে সে নিয়ে কোনো কথা বলতে চাননি তারা। হঠাৎই এই খবর জানালেন দম্পতি।
সূত্রে খবর, কোন কারণের জন্য তাড়াতাড়িই হসপিটালে ভর্তি হতে হয় শ্রীময়ীকে। তারপরেই আসে এই সুখবর। Itsmajja Bangla র পক্ষ থেকে দম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।