তিন লেখকের ভৌতিক গল্প নিয়ে এবার তৈরি হচ্ছে নতুন ছবি। ছবির নাম ভূতপর্ব। ছবিটি পরিচালনা করছেন কাকলি ঘোষ এবং অভিনব মুখোপাধ্যায়।
এই ছবিতে এক কথায় তারকার হাট। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সত্যম ভট্টাচার্য, সুহোত্র মুখোপাধ্যায়, সন্দীপ্তা সেন এবং অমৃতা চট্টোপাধ্যায়। পাশাপাশি ছবিতে থাকছেন রুপাঞ্জনা মিত্র, সপ্তর্ষি মৌলিক সহ আরও অনেকে। ‘মণিহারা’, ‘মাতু পাগলী’, ‘শিকার’ এই তিনটি গল্প নিয়ে তৈরি হবে এই ছবি।
আপাতত কলকাতার বাইরে হবে এই ছবির শুটিং। সম্ভবত নতুন বছরে আসতে পারে এই ছবি। বাঙালী বরাবরই সাহিত্য নির্ভর। সুতরাং এই ছবি দর্শকমহলে যে ভালোই জনপ্রিয়তা লাভ করবে সে কথা জোর দিয়ে বলা যায়।