এখন যেন ইউনিভার্সের যুগ।বলিউড জগতে কানাঘুষো শোনা যাচ্ছে, এবার নাকি কমেডি হরর ইউনিভার্সে আসছে নতুন ছবি থাম্বা। যে ছবিতে মূল ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা কে। ছবিটি পরিচালনা করার কথা আদিত্য সারপতদরের।
ছবিতে আয়ুষ্মান এবং রশ্মিকা ছাড়াও দেখা যাবে অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকীকে। সূত্রে খবর, হল চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া ছবিতে আর কোন অভিনেতা অভিনেত্রী থাকবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
শোনা যাচ্ছে, আগামী নভেম্বর থেকে শুরু হবে এই ছবির প্রি প্রোডাকশনের কাজ। মুনঝা, স্ত্রী ২ পর আবারো বড়পর্দায় আসছে আরেক হরর কমেডি ছবি। তবে এ ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনো কিছু বিশদে জানাননি নির্মাতারা। কিন্তু এই ছবির কাস্ট জানার পর দর্শকমহলে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এমন এক ছবি আসার জন্য অধীর আগ্রহে আছেন দর্শকরা।