৩৩ বছর পর আবার একই ছবিতে কাজ করলেন অমিতাভ বচ্চন ও রজনীকান্ত। শেষবার তাদের দুজনকে একসাথে দেখা গেছিল ‘হাম’ (১৯৯১) ছবিতে। অমিতাভ বচ্চন, রজনীকান্ত ছাড়াও ‘ভেত্তাইয়ান’ ছবিতে রয়েছেন আনন্ত নাগ, ফাওয়াদ ফাসিল, সহ আরো অনেক খ্যাতনামা অভিনেতা। ১০ই অক্টোবর সারা ভারতে তামিল, তেলেগু ও হিন্দীতে মুক্তি পেয়েছিল ভেত্তাইয়ান।
আপাতত ৮ দিনে ৩০২.১২ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এই ছবিতে IPS অফিসারের চরিত্রে দেখা গেছে রজনীকান্তকে। প্রথম দিনে ছবিটি ৭৭.৯০ কোটি টাকা আয় করে। দ্বিতীয় দিনে আয় করে ৪৫.২৬ কোটি টাকা। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিনে যথাক্রমে ৪৭.৮৭ কোটি, ৪১.৩২ কোটি টাকা, ২৭.৮০ কোটি, ২৪.১৬ কোটি, এবং ২০.৫৮ কোটি টাকা রোজগার করেছে।