‘হাওয়া বদল’ ছবির কথা তো প্রত্যেক বাঙালী সিনেপ্রেমীর কথা জানা। সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছিলো রুদ্রনীল ঘোষ,পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন সহ আরও অনেকে। ১২ বছর আসছে এই ছবির প্রিক্যুয়াল। এসকে মুভিসের প্রযোজনায় এই ছবিটি পরিচালনা করেছেন পরমব্রত নিজেই। এই ছবিতেও পরমব্রত এবং রাইমাকে দেখা যাবে দম্পতির চরিত্রে।
সূত্রে খবর,এই ছবির গল্পে রয়েছে কিছু বদল। এখানে একজন প্রবাসী এবং রকস্টারের বন্ধুত্বের গল্প বলা হয়েছে এই ছবিতে। গল্পে যে চমক থাকবে, তাও জানা গেছে সূত্রে। ছবিতে পরম,রাইমা,রুদ্রনীল ছাড়াও দেখা যাবে কবীর ভট্টাচার্য, চঞ্চল ঘোষ, অনুষা বিশ্বনাথন কে। এও জানা গেছে, ছবির শুটিং শেষ হয়েছে।
এই ছবি কবে মুক্তি পাবে, সেই সমন্ধে এখনও কিছু জানা যায়নি। তবে ১২ বছর পর আজও দর্শক মনে রেখেছে ‘হাওয়া বদল’ ছবিটিকে। আশা করা যায়, এই ছবিটিও সমান জনপ্রিয়তা লাভ করবে।