একি ! যশ – নুসরত ‘আড়ি’ করে বসলেন ? কী হলো? তবে কী কোনো সমস্যা হল তাদের মধ্যে? নানা তা একদমই নয়। আসলে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান জুটি বেঁধে ফিরছেন তাঁদের নতুন ছবি ‘আড়ি’ তে। এই ছবি গল্প বলবে মা ও ছেলের মিষ্টি-মধুর সম্পর্কের। ফলে মায়ের ভূমিকা যে বেশ গুরুত্বপূর্ণ তা বোঝাই যাচ্ছে। আর মায়ের চরিত্রে ‘আড়ি’-র হাত ধরে ‘গয়েনার বাক্স’র পর বাংলা ছবিতে ফিরছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিতে তাঁর ছেলের চরিত্রে রয়েছেন যশ দাশগুপ্ত।
‘আড়ি’র প্রযোজনার দায়িত্বে রয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস। ‘সেন্টিমেন্টাল’-এর পর ‘আড়িতে একসাথে আবার আসছেন যশ- নুসরত। সব মিলিয়ে ভক্তদের কতটা চমক দিতে চলেছে এই জুটি ?তাদের প্রথম ছবি ‘সেন্টিমেন্টাল’ পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি,কিন্তু পরের প্রজেক্টে অন্য রকম কিছু আনতে চলেছেন তাঁরা। মা ও ছেলেকে নিয়ে অনেক ছবিই ইতিমধ্যে খুঁজে পাওয়া যাবে বাংলা সিনেমার জগতে। তবে এই ছবিতে থাকবে এমন বিশেষ কিছু চমক যার সাথে অন্য কোনও ছবির মিল খুঁজে পাবেন না দর্শক। এখানে প্রতিটা চরিত্র এক একটা সম্পর্কের কথা বলবে। রোজকার জীবনের চাহিদার সঙ্গে অনেক জটিল বিষয় ছুঁয়েছে ছবির গল্প।
এই ছবিতে রয়েছেন নুসরত, তাঁকে দেখা যাবে সূত্রধরের ভূমিকায় । গল্পে তিনি একজন লেখিকা। এবারও রোম্যান্টিক জুটি হিসেবে পর্দায় ধরা দেবেন যশ-নুসরত। এখানে ছবির গল্পই হল আসল হিরো। এটা এমন এক সম্পর্কের গল্প, যার সঙ্গে যে কোনও মানুষ নিজের জীবনকে মেলাতে পারবেন। এই ছবিতে প্রেম নেই, কিন্তু আছে ভালবাসার এক চোরাস্রোত । সামনে এসেছে ইতিমধ্যেই এই ছবির পোষ্টার। তবে এর থেকে বেশি কিছু এই মুহূর্তে আর কিছুই জানা যায়েনি।
ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ চক্রবর্তী। পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে তুলনামূলক ভাবে নতুন জিৎ। এর আগে তিনি পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যকে নিয়ে ‘কথামৃত’ ছবিটি করেছিলেন। ওয়েব মাধ্যমেও কাজ করেছেন তিনি।
‘আড়ি’র প্রযোজনায় ওয়াইডি ফিল্মসের সঙ্গে শ্যাডো ফিল্মস ও ফিল্মস জিএসআই রয়েছে। আগামী মাস থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছবিটির শ্যুটিং শুরু হবে। ২০২৫-এর এপ্রিলে পয়লা বৈশাখে ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।