বড় পর্দায় মুক্তি পাবে নতুন ছবি ‘চান্দ মেরা দিল’। ছবিটি পরিচালনা করছেন বিবেক সোনি। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ধর্ম্যা প্রোডাকশনস।
প্রেমের নানা ওঠা পড়ার গল্প বলবে এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে লক্ষ্য এবং অন্যন্যা পাণ্ডে। এছাড়া ছবিতে আর কোন অভিনেতা- অভিনেত্রী থাকবেন,সে নিয়ে বিশদে এখনও কিছু জানা যায়নি। বেশ কিছুদিন আগে ‘কিল’ ছবির জন্য প্রশংসিত হয়েছে লক্ষ্যের অভিনয়। অন্যদিকে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘কন্ট্রোল’ এ ভালো অভিনয় করেছেন অন্যানা।
আগামী ২০২৫ সালে মুক্তি পাবে এই ছবি। ছবির মুখ্য অভিনেতা- অভিনেত্রীরা দর্শকমহলে খুবই জনপ্রিয়। সেখান থেকে এ কথা বলাই যায় যে বক্স অফিসে এই ছবি বেশ ভালো সাফল্য এনে দেবে।