আসতে চলেছে তামিল অভিনেতা কমল হাসানের পরবর্তী সিনেমা ‘থাগ লাইফ’। সিনেমাটির পরিচালনা করছেন মানি রাত্নাম। যিনি ছিলেন শাহরুখ খানের দিল সে সিনেমাটির পরিচালক। সিনেমাতে সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন এ আর রহমান। সিনেমাটির কাহিনীকার কমল হাসান নিজেই। ছবিটি মুক্তি পাবে
সূত্রের খবর, দিল্লিতে হয়েছে এ ছবির শুটিং।ছবিতে কমল হাসানের পাশাপাশি অন্যান্য ভূমিকায় আছেন গৌতম কার্তিক,ত্রিশা,অভিরামির মত অভিনেতারা। একটি বিশেষ চরিত্রে থাকতে পারেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত।
১৯৮৭ সালে ‘নায়াকান’ এর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন মানি রাত্নাম এবং কমল হাসান।সেই সময় বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছিল এই ছবি। দীর্ঘ ৩৭ বছর পরেও তাদের এই জুটি বক্স অফিসে ভালো প্রভাব ফেলতে পারে কিনা, সেটাই দেখার।