শমীক রায়চৌধুরীর পরিচালনায় আসছে নতুন ছবি ‘মায়া সত্য দ্রুম’। এর আগে ‘বেলাইন’ ছবির জন্য ভূয়সী প্রশংসা পেয়েছেন পরিচালক শমীক। সম্প্রতি শুরু হতে পারে এই নতুন ছবির শুটিং।
ছবিতে মুখ্য ভুমিকায় আছেন সোহম মজুমদার এবং প্রিয়াঙ্কা সরকার। পাশাপাশি, ছবিতে দেখা যেতে পারে আলেকজান্ডার টেলরকে। ছবির গল্প সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানাননি নির্মাতারা। তবে জানা যাচ্ছে, ছবিটি একটি সাইকলজিক্যাল থ্রিলার হতে পারে। এই ছবিতে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ও। এর আগে ‘বেলাইন’ ছবিতেও ছিলেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে আসতে পারে এই ছবি। ‘বেলাইন’ ছবি পেয়েছে বহুল জনপ্রিয়তা। আশা করা যেতে পারে, এই ছবিটিও সমান জনপ্রিয়তা পেতে পারে।