জনপ্রিয় চ্যানেল জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা যাবে আদৃত রায় এবং পারিজাত চৌধুরীকে। জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ে দেখা গেছিলো আদৃতকে। অন্যদিকে, হইচই য়ের ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন পারিজাত।
বিভিন্ন সূত্রে খবর, পারিজাতের চরিত্রটি করার কথা ছিল সৃজা দত্তের। সম্প্রতি টেক্কা ছবিতে অভিনয় করেছেন তিনি। কেরিয়ার শুরু করেছেন বাঘাযতীন ছবি দিয়ে। তবে কোনও অজ্ঞাত কারণে এই সিরিয়ালে থাকছেন না তিনি। এই ধারাবাহিকে আদৃত-পারিজাত ছাড়াও দেখা যাবে দুলাল লাহিড়ী এবং অনুরাধা রায় কে।
সূত্রে এও জানা গেছে, ধারাবাহিকে মুখ্য চরিত্রদের নাম ধ্রুব এবং জোনাকি। এর আগে ‘মিঠাই’ সিরিয়ালে আদৃত- সৌমিতৃষার অভিনয় নজর কেড়েছে সিরিয়ালপ্রেমী দর্শকদের। এই নতুন জুটি সেই জনপ্রিয়তা কে ছাপিয়ে যেতে পারে কিনা, সেটাই দেখার।