জনপ্রিয় ওটিটি অ্যাপ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ ১০০০ বেবিজ। সিরিজে মুখ্য চরিত্রে আছেন নীনা গুপ্ত,অশ্বিন কুমার এবং আদিল ইব্রাহিম। সিরিজটি পরিচালনা করেছেন নাজিম কোয়া। প্রযোজনা করেছে অগাস্ট সিনেমাস।সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার।
সিরিজের গল্প মূলত সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী। ছবির গল্প ট্রেলারে আপাতত খানিক লুকিয়েই রাখা হয়েছে। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে এই সিরিজের ট্রেলার। সিরিজে নীনা গুপ্তকে দেখা যাচ্ছে এক ভিন্ন চরিত্রে। পাশাপাশি বাকিদের অভিনয়ও প্রশংসিত হয়েছে।
১৮ ই অক্টোবর মুক্তি পাচ্ছে এই সিরিজ। দর্শকের কাছে এই সিরিজ কতোটা জনপ্রিয় হয়, সেটাই দেখার।