জনপ্রিয় ওটিটি অ্যাপ অ্যামাজন এমএক্স প্লেয়ারে মুক্তি পেলো নতুন সিরিজ ‘ফিসাদ্দি’। সিরিজে মুখ্য ভূমিকায় আছেন ভুবন আরোরা,পুজন ছাবরা, প্রিয়াল মহারাজন,মুকুন্দ পাল সহ আরও অনেকে। সিরিজটি পরিচালনা করেছেন প্রশান্ত ভাগিয়া।
গোল্ডি এবং বিমল, দুই ভাইয়ের ইউনিভার্সিটির জীবন দেখানো হয়েছে এই সিরিজে। একদিকে বিমল যেমন পড়াশোনায় ভালো। অন্য দিকে গোল্ডি ঠিক তার উলটো। গোল্ডি এবং বিমলের চরিত্রে রয়েছেন ভুবন এবং পুজন।
গত ১৮ ই অক্টোবর মুক্তি পেয়েছে এই সিরিজ। তাহলে আর দেরি কেন? এখনই দেখে ফেলুন ৭ এপিসোডের এই কমেডি ড্রামা।