পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছে নতুন সিরিজ নিকষছায়া। সিরিজে মুখ্য ভূমিকায় আছেন চিরঞ্জিত চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দোপাধ্যায়, অনিন্দিতা বোস, অনুজয় চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। একটি বিশেষ চরিত্রে রয়েছন কাঞ্চন মল্লিক। গত ভূত চতুর্দশীতে মুক্তি পেয়েছে এই সিরিজ।হইচই সিরিজ ‘পর্ণশবরীর শাপ’ দিয়ে পরিচালক হিসেবে প্রথম ওটিটির দুনিয়ায় প্রথমবার পা রাখেন পরমব্রত। পর্ণশবরীর শাপের পরের পার্ট হল নিকষছায়া।
সিরিজে সবার প্রথম নজর কেড়েছে সবার অভিনয়। সিরিজে চিরঞ্জিত চক্রবর্তীর অভিনয় অনবদ্য। পাশাপাশি কাঞ্চন মল্লিকও দারুণ অভিনয় করেছেন। এছাড়াও বাকি অভিনেতা অভিনেত্রীরাও বেশ ভালো কাজ করেছেন। সিরিজে ক্যামেরার কাজেরও প্রশংসা করতে হবে।কিছু কিছু জায়গায় সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠবে।এছাড়াও সিরিজের আবহসঙ্গীতের কাজও বেশ ভালো। এছাড়াও চিত্রনাট্য বেশ টান টান।
সিরিজে নেতিবাচক দিকের কথা বললে, সিরিজটি বেশ ছোট। প্রতিটি পার্ট মাত্র ২০ মিনিটের কাছাকাছি। সিরিজটি আরও বড় হলে বেশি ভালো হত।এছাড়াও ছোট খাটো কিছু ভুল ত্রুটি বাদ দিলে এই সিরিজ কিন্তু বেশ ভালো। পর্ণশবরীর শাপ সিরিজ জনপ্রিয়তা পেলেও তা নিয়ে ছিল কিছু মিশ্র প্রতিক্রিয়া। তবে এই সিরিজ তার তুলনায় যে অনেকটাই ভালো, তা জোর দিয়েই বলা যায়। তাহলে আর দেরী কেন? হইচই য়ে এখনই দেখে ফেলুন নতুন সিরিজ ‘নিকষছায়া’।
রেটিং- ৬.৫/১০