চলতি বছর ও আগামী বছর মিলিয়ে দর্শকদের জন্য একরাশ উপহার আনতে চলেছে ‘হইচই’ প্ল্যাটফর্ম।’হইচই’ -এর বার্ষিক অনুষ্ঠান-এর সময়েই ঘোষণা করা হয়েছিল বেশ কিছু ওয়েব সিরিজের। বেশিরভাগক্ষেত্রেই জানা যায়নি, সিরিজগুলিতে কোন অভিনেতা অভিনেত্রীদের দেখা যেতে চলেছে। তবে এখন অধিকাংশ ক্ষেত্রেই শেষ হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং-ও। ব্যোমকেশের পরে ফের একবার সৃজনশীল পরিচালকের ভূমিকায় দেখা যাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য্যকে। আর তাঁর হাত ধরেই রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন দুই নতুন মুখ, দেবদত্ত রাহা এবং হিয়া রায়। সিরিজের নাম, ‘তালমার রোমিও জুলিয়েট’। ফের একবার শেক্সপিয়ারের গল্প নিয়ে কাজ করছেন অনির্বাণ। এই ছবিতে অভিনয়ও করছেন তিনি। এর আগেও ‘ অথৈ ‘ ছবিতে সৃজনশীল পরিচালনার কাজ করেছিলেন অনির্বাণ।
শেক্সপিয়ারের ভেরনার ‘রোমিও জুলিয়েট’-কে যদি এনে ফেলা হয় ‘তালমা’ নামের কাল্পনিক শহরে? কেমন হবে তাঁদের গল্প? জীবনের ওঠাপড়া মিলিয়ে প্রেম, প্রেমের বাইরেও জীবনযুদ্ধের গল্প কী বলবে ‘তালমার রোমিও জুলিয়েট’?
এই গল্পের অ্যাডপশন ও পরিচালনার দায়িত্বে আছেন অর্পণ ঘরাই। এছাড়াও চিত্রনাট্য এবং সংলাপে আছেন দুর্বার শর্মা। দেবদত্ত রাহা, হিয়া রায়, অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও ছবিতে থাকছেন অনুজয় চ্যাটার্জি, কমলেশ্বর মুখার্জি, জয়দীপ মুখার্জি, পায়েল দে, দুর্বার শর্মা, উজান চ্যাটার্জি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েলকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবির চিত্রনাট্যের একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন পায়েল। আর এবার একেবারেই অন্যরকম চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে।
অন্যদিকে পায়েল সদ্য শেষ করেছেন ‘রামপ্রসাদ’-এর কাজ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে খবরও দিয়েছিলেন পায়েল। আর এবার, নতুন চরিত্রে দেখা যাবে পায়েলকে। তবে চরিত্র নিয়ে এখনও মুখ খুলতে নারাজ ।এখনও প্রকাশ্যে আসেনি এই সিরিজের মুক্তির তারিখ।