মন মাতানো গান কে না চায়? তেমনিই এক গান নিয়ে এলো বাংলার নতুন ডিজিটাল চ্যানেল Itsmajjabangla। সদ্য প্রকাশিত এই গানের নাম ‘রঙ্গিলা’। গানটিতে নৃত্য পরিবেশন করেছেন জন ভট্টাচার্য এবং সোনিয়া দে সরকার। গানটি গেয়েছেন বুদ্ধ এম এবং অঞ্জনা পদ্মানাভান। সুর দিয়েছেন বুদ্ধ এম। গানের লিরিক্স দিয়েছেন জয় চক্রবর্তী। গানটি পরিচালনা করেছেন সায়ান রয়।
দর্শকের ভালবাসায় ইতিমধ্যেই ইউটিউব চ্যানেলে ১ মিলিয়ন ভিউ পেয়েছে ‘রঙ্গিলা’। তাহলে আর দেরি কেন? নীচের লিঙ্কে ক্লিক করে এক্ষুনি শুনে নিন সেই গান।
বিনোদন জগতের নানা তথ্য পেতে চোখ রাখুন ‘Itsmajjabangla” তে। পাশাপাশি সাবসক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। এছাড়াও ফলো করতে পারেন আমাদের ফেসবুক এবং ইন্সটাগ্রামেও।